ঠোঁটের হারানো সৌন্দর্য ফিরে পেতে চান?
আপনার কি ঠোঁট শুকিয়ে গেছে। ঠোটের যে একটা সৌন্দর্য থাকে সেটাকে হারিয়ে ফেলেছেন?
মেয়ে হোক ছেলে হোক ঠোঁটের সৌন্দর্য না থাকলে রুক্ষ রুক্ষ মনে হয়। আপনি যেমন হোক কালো ব ফর্সা, ঠোঁট যদি সুন্দর না হয় তবে সব সৌন্দর্যই যেনো বৃথা।
তাই গোলাপি এবং কমল ঠোঁট পাবেন বাসার মাত্র ১৫ মিনিট পরিচর্যায়। তাই আলসেমি ছেড়ে নিজের যত্ন নিন। নিজের সৌন্দর্যকে হারিয়ে যেতে না দিয়ে ধরে রাখুন।
ঠোঁটের সৌন্দর্য ধরে রাখতে বাসায় যে যে উপকরণগুলো লাগবে। তাতো আগে জানতে হবে। চিন্তার কিছু নেই এরজন্য আপনাকে বাড়তি অর্থ হয়ত গুনতে হবেনা।
ঠোঁট সুন্দর রাখতে মাত্র ২টি উপকরণ লাগে। আর এই উপকরণ কম বেশি সবার বাসায় থাকার কথা। পেট্রোলিয়াম জেলি এবং মধু। এই দুই উপকরণ আপনাকে দেবে গোলাপি কমল মসৃণ ঠোঁট।
সমপরিমাণ মধু আর পেট্রোলিয়াম জেলি ভালোভাবে মিশিয়ে ঠোঁটে লাগান। এবার ১৫ মিনিট ঠোঁটেই রেখে শুকান। এরপর তুলা দিয়ে মুছে ফেলুন আলতো করে। তারপর ধুয়ে ফেলুন।
সপ্তাহে একদিন এই সময়টুকু নিজের পিছনে দিন। দেখবেন আপনার ঠোঁট নজর কাড়বে। এবং সুন্দর হয়ে উঠবে।
পরামর্শটা ভালো লাগলে বাসায় একবার চেষ্টা করুন। হয়তো ভালো উপকার পাবেন।
0 Response to "ঠোঁটের হারানো সৌন্দর্য ফিরে পেতে চান? "
একটি মন্তব্য পোস্ট করুন